কবরবাসীরা কি আমাদের কথা শুনতে পান?
প্রশ্ন : কবরবাসীরা কি আমাদের কথা শুনতে পান? আমি শুনেছি, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই কিংবা জিয়ারত করি তখন নাকি করববাসীরা আমাদের কথা শুনতে পায়।
উত্তর: আপনি জানতে চেয়েছেন, যারা কবর জিয়ারত করেন কিংবা পাশ দিয়ে যান তাদের কথা কবরবাসীরা শুনতে পান কি না। না শুনতে পান না। কবর বলতে যেটা বুঝায় সেটা হলো বারজাখ। এটা হলো এমন যে দুনিয়ার সঙ্গেও সম্পর্ক নেই, আখিরাতের সঙ্গেও নেই। তিনি কবর থেকে তিনি যদি দুনিয়ার কথা শুনতে পেতেন তাহলে তো বারজাখে থাকতেন না। তাহলে তো দুনিয়াতে থাকার মতোই। বারজাখের সঙ্গে দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। বারজাখের হায়াত কেমন সেটা পুরোপুরি ভিন্ন আলোচনা। তাই বলব, কবরবাসীরা আমাদের কথা শুনতে পান—এটা পুরোপুরি ভুল বার্তা। যাকে কবর দেওয়ার পর যদি আল্লাহ নিজে সুযোগ দেন তাহলে তিনি শুনতে পারবেন। এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হতে পারে। এটা সুনির্দিষ্ট ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।