ইহকাল-পরকাল

কবরবাসীরা কি সালামের জবাব দিয়ে থাকেন?

প্রশ্ন : কবরবাসীরা কি সালামের জবাব দিয়ে থাকেন?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কবরবাসীরা সালামের উত্তর দিতে পারেন কি না জানতে চেয়েছেন। নাহ কবরের কোনো ব্যক্তি সালামের জবাব দেন না। রাসুল (সা.) বলেছেন, অতঃপর আল্লাহ আমার রুহকে ফেরত দেন। তখন আমি আমার সালামের উত্তর দেই। এই থেকে বুঝা যায়, এটি আল্লাহর ইচ্ছা। এটা রাসুল (সা.) এর ক্ষেত্রে। এখন আল্লাহ চাইলে কাউকে সুযোগ করে দিতে পারেন। কিন্তু সাধারণত কবরবাসী সালামের উত্তর দিতে পারেন না।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button