হারাম/হালাল
বাড়ি করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ?
প্রশ্ন : বাড়ি করা কিংবা গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। বাড়ি করা কিংবা গাড়ি কেনার জন্য লোন নেওয়া জায়েজ কি না জানতে চেয়েছেন। এখন আপনি যদি সুদভিত্তিক লোন নেন তাহলে হারাম হবে। কোনো সন্দেহ নেই। সুদমুক্ত কোনো প্রসেস থাকলে সেটা নিতে পারেন। এতে সুদ থাকলে অবশ্যই এটা হারাম। সুদ কোনো কিছুতেই জায়েজ না। তাই চেষ্টা করুন সুদযুক্ত যে কোনো কিছু থেকে নিজেকে দূরে রাখা। এটাই নিয়ম।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।