ইহকাল-পরকাল

নেকের পাল্লা ভারী হলে গুনাহের ব্যাপারে জিজ্ঞাস করা হবে কি?

প্রশ্ন : কারও নেকের পাল্লা ভারী তাদের কি গুনাহের ব্যাপারে জিজ্ঞাস করা হবে না?

উত্তর :  ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আল্লাহর ওপর ডিপেন্ড করে। আল্লাহ কাউকে গুনাহ সম্পর্কে জিজ্ঞাস করবেন আবার কাউকে করা হবে না। এটা আল্লাহ ঠিক করবেন। আল্লাহ কারও হিসাব সহজ করে দেবেন কারওটা আবার কঠিন হবে। এখানে আল্লাহর ইচ্ছা সব। এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারব না।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button