বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

শুয়ে কোরআন তেলাওয়াত করা কি জায়েজ?

প্রশ্ন : শুয়ে কোরআন তেলাওয়াত করা কি জায়েজ? 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন বিছানায় শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। আমরা জানি, কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে বসে পড়া। কোরআনের মর্যাদার সঙ্গে, আল্লাহর মর্যাদার সঙ্গে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ব্যক্তি যদি অসুস্থ হন কিংবা বসে না পড়তে পারেন তাহলে তিনি বিছানায় শুয়ে শুয়েও কোরআন পাঠ করতে পারবেন। এটি জায়েজ আছে। কোরআন তেলাওয়াত একটি জিকির, এটি একটি শ্রেষ্ঠ জিকির তাই বলা যায় এটি জায়েজ আছে। দাঁড়িয়েও তেলাওয়াত করা যাবে। আর বসে তেলাওয়াত করা হলো, কোরআন তেলাওয়াতের মৌলিক বিধান। উত্তম উচ্ছে বসে তেলাওয়াত করা। এটি মর্যাদার বিষয়। সুন্নাহ হচ্ছে বসা পাঠ করা। এটি কোরআনের আদব।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  আমাদের দেশে গভীর রাত পর্যন্ত ইসলামী সম্মেলন হয়। এটা কি শরী‘আত সম্মত? উক্ত সম্মেলনে মহিলারা যেতে পারে কি?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button