বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

তওবা করলে কি পরের হক নষ্টের গুনাহ মাফ হবে?

প্রশ্ন : তওবা করলে কি পরের হক নষ্টের গুনাহ মাফ হবে? শুনেছি, এই গুনাহ মাফ পেতে হলে পাওয়ানাদারকে তার পাওয়ানা পরিশোধ করতে হয়। বিভিন্ন কারণে সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। এখন কি তওবা করলে এই গুনাহ মাফ হবে না?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবেন। কেন পারবেন না। তবে যদি পাওনাদারকে আপনি তার প্রাপ্য হক দিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে দিয়ে দেবেন। এটাই হলো ঈমানের দাবি। পাওয়ানাদারকের তার হককে বুঝিয়ে দেওয়াই আপনার মৌলিক দায়িত্ব। ধরেন—আমি ২০ জন লোক থেকে ২০ লাখ টাকা মেরে দিলাম। এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম তাহলে তো হলো না। এখানে আপনি পাওয়ানাদারের হক ফেরত দেবেন এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তাই আপনার চেষ্টা করতে হবে যেভাবে হক পাওয়ানাদারের হক আদায় করা। এটাই আপনার মৌলিক দায়িত্ব।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  মহিলাদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button