বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

আখেরি সোম্বা বলতে কী বোঝায়?

প্রশ্ন : আখেরি সোম্বা বলতে কী বোঝায়?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আখেরি সোম্বা কথাটি সত্যি নয়। আপনি যেটা বুঝাতে চেয়েছেন হলো, আখেরি চাহার সোম্বা। এখানে আখেরি বলতে শেষ, আর চাহার সোম্বা বলতে বুধবার। মানে শেষ বুধবার। এখানে শেষ বুধবার বলতে আসলে কি বুঝানো হয়েছে সেই ধারণা নেই। তবে প্রচলিত আছে—সফর মাসের শেষ বুধবারকে আখেরিসোম্বা বলা হয়। কিন্তু এই দিনে কোনো আমল কিংবা ফজিলত আছে কি না তার ব্যাপারে জানা যায়নি। তাই এটা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এর কোনো সহীহ ভিত্তি নেই।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  শরীর বন্ধ করার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button