বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

যুদ্ধ বন্ধ হওয়ার কোনো দোয়া বা প্রার্থনা আছে কি?

প্রশ্ন : নানা সময়ে যুদ্ধ হয়। বর্তমানে ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলছে। যার প্রভাব আমাদের জীবনে পড়ছে। সবকিছুর দাম বাড়ছে। আমার প্রশ্ন হলো, এসব যুদ্ধ বন্ধ হওয়ার কোনো দোয়া বা প্রার্থনা আছে কি?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি অনেক বড় আলোচনার একটি বিষয়। পৃথিবীতে বিপর্যয়, যুদ্ধ কিংবা যে কোনো ধরনের অশান্তিকে আল্লাহ মানুষের কর্মফল হিসেবে দেখিয়েছেন। আপনি যাদের যুদ্ধের কথা বলেছেন, তারা আল্লাহর বিধান থেকে অনেক দূরে। তবে তারা যেহেতু এই গ্রহের মানুষ। তাই তাদের বিপর্যয় আমাদের ওপরও প্রভাব ফেলছে। আমরাও ক্ষতিগ্রস্থ হচ্ছি। ফলে কোনো সন্দেহ নেই যে এসব আমাদের আঘাত করছে। এর জন্য আল্লাহর বান্দারা প্রথমে এসব যুদ্ধ বা অশান্তির কারণ খুঁজবে। যে কোনো বিপর্যয় কেন আসে সেসবের কারণ বের করতে হয়। সেসব কারণ সমাধানের চেষ্টা করতে হবে। সমস্যাগুলো ঠেকানোর চেষ্টা করতে হবে। এর পর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারে। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। বেশি বেশি করে ইস্তেগফার করতে হয়। মানব জাতির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button