হারাম/হালাল
কবিরাজের কাছে যাওয়া উচিত কি?
প্রশ্ন : কবিরাজের কাছে যাওয়া উচিত কি? কবিরাজরা কি জিনের মাধ্যমে কিছু করতে পারেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, কবিরাজের ব্যাখ্যা দিতে আপনি ভুল করেছেন। কবিরাজরা এসব করেন না। যারা ভেষজ চিকিৎসা করেন, তাঁদের কবিরাজ বলে। এটি ভুল ব্যাখ্যা। যারা তাবিজ-তুমারের ব্যবসা করে, তারা জিন-জাদু জাতীয় কথা বলে। তাদের কাছে যাওয়াও হারাম। তাদের কথা শোনাও হারাম। তাদের ওপর জিনের কোনো প্রভাব নেই। তারা নিজেরাই জিনকে মাবুদ মেনে নিয়ে জিনের ইবাদত করে। নানা কৌশল অবলম্বন করে এরা মানুষের উপকারের বদলে ক্ষতি করে। তাই বলব, এদের কাছে যাওয়া হারাম।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।