বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
কবিরাহ গুনাহকারীর ইবাদত কি কারামত?
প্রশ্ন : কবিরাহ গুনাহকারীর ইবাদত কি কারামত?
উত্তর : কবিরাহ গুনাহে লিপ্ত ব্যক্তির আমাল হলো লৌকিক। কবিরাহ গুনাহ লিপ্ত ব্যক্তির আমল কারামত নয়। তার আমলে ত্রুটি রয়েছে। কারামত তাদের জন্য নয়। যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন তাদের জন্য কারামতের বিষয় আসবে। কবিরাহ গুনাহ করা ব্যক্তি কারামত পাওয়ার বিষয়টি প্রশ্নেই আসে না। এটা অনেক বড় বিষয়। যারা আল্লাহর ভালোবাসা পান তাদেরই কারামত দেবেন আল্লাহ। এখানে কবিরাহ গুনাহকারীর সঙ্গে কারামতের কোনো সম্পর্ক নেই।