বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

পিরিয়ড চলাকালে ঘুমানোর সময় দোয়া পড়া যাবে কি?

প্রশ্ন : পিরিয়ড চলাকালীন ঘুমানোর সময় দোয়া পড়া যাবে কি? যদি না যায়, তাহলে ঘুমানোর আগে কি পড়া উচিত?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, এই সময় কুরআন স্পর্শ করে তিলাওয়াত করা যাবে না। এটি বিশুদ্ধ বক্তব্য। যদি কোনো হাফেজের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তারা মুখস্থ পড়তে পারবেন। মানে প্রয়োজন দেখা দিলে পড়তে পারবেন। তার জন্য জায়েজ আছে। এখন বলব, কুরআনের যে আয়াতগুলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষ পড়ে থাকে সেগুলো নিয়ে একদল আলেম বলেছেন সেগুলো জিকির হিসেবে পড়লে তিনি গুনাহগার হবেন না। এই বক্তব্যকে অনেক আলেম সাপোর্ট করেছেন। এটাই বিশুদ্ধ বক্তব যে, এই দোয়াগুলো আপনি পড়তে পারবেন। শয়তানের ফাঁদ থেকে বাঁচতে আপনি এইগুলো পড়তে পারবেন। এইগুলো জিকির হিসেবে পড়তে পারেন। তাতে কোনো সমস্যা নেই। তিনি গুনাহগার হবেন না।

আরও দেখুন:  ১০১টি প্রশ্নের উত্তর!

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button