ইহকাল-পরকাল

জান্নাতে যাওয়া নারীরাই কি হুর হবেন?

প্রশ্ন : কুরআনে হুরদের কথা বর্নিত আছে। আমার প্রশ্ন হলো, পৃথিবী থেকে যেসব নারী জান্নাতে যাবেন তারাই কি হুর? আমি শুনেছি, জান্নাতে একজন পুরুষ ৭২ জন হুর পাবেন। এখন এই ৭২ জন হুর কি পৃথিবীর নারীরা?

উত্তর : ধন্যবাদ আপনাকে। পৃথিবীর কোনো নারী বা মানুষ থেকে হুর নয়, এটা আল্লাহ সম্পূর্ণ আলাদা করে সৃষ্টি করে দেবেন। সেটা সেখানকার সৃষ্টি। নতুন করে সৃষ্টি সেখানকার সৃষ্টি এটা। এটার সঙ্গে দুনিয়ার নারীদের কোনো সম্পর্ক নেই। ৭২ জন হুর পাবেন এ ব্যাপারে হাদিস আছে। তবে সবাই ৭২ জন করে পাবেন নাকি একেক জন একেকরকম সে ব্যাপারে অনেক আলোচনা রয়েছে।

মন্তব্য করুন

Back to top button