তোমরা তো দাবী করো তোমরা আল্লাহর প্রিয়পাত্র…
আল্লাহ আযযা ওয়া জাল্লা সূরা জুমু’আহতে একটা চ্যালেঞ্জ দিয়েছেন ইহুদিদের – তোমরা তো দাবী করো তোমরা আল্লাহর প্রিয়পাত্র – তাহলে এই কষ্টকর দুনিয়াতে আর থাকা কেন – নিজের মৃত্যু কামনা করো।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেছেন, কখনও ইহুদিরা মৃত্যু কামনা করবে না।
এটা কুরআনের একটা মুজিযা – ইহুদিরা যদি ঘোষণা দিত যে আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করছি তাহলে কুরআন মিথ্যা হয়ে যেত। এই ঘটনা গত ১৪০০ বছরের ইতিহাসে ঘটেনি।
খেয়াল করে দেখেন ইহুদিরা মক্কার মুশরিকদের মতো কিয়ামাত এবং আখিরাতে অবিশ্বাসী ছিল না।
আখিরাতে বিশ্বাসী, আল্লাহর প্রিয়পাত্র কেউ মরতে চায় না কেন?
কেন এত টাকার আয়রন ডোম?
কেন এত ফিলিস্তিনিকে মারা লাগে সেলফ ডিফেন্সের নামে?
কারণ, সে জানে সে মিথ্যা দাবী করছে। সে জানে তাওরাতে কী আছে আর সে কী করে।
ইহুদিরা জানে তারা তাঁদের নিজেদের নবীদের মেরে ফেলেছে।
এরা এখনও শিশুদের মারছে, নারীদের মারছে।
এরা জানে এদের আখিরাত ফাঁকা – সেখানে আল্লাহর কাছে পুরষ্কার পাওয়ার মতো কোনো কাজ এরা করেনি। এদের আমলের খাতায় পাপ আর পাপ। হত্যা আর গণহত্যা। এজন্য এরা মরতে চায় না।
কুরআন মূলত পড়ে মুসলিমরা। ইহুদিদের চরিত্র সেখানে আলোচনা করা হয়েছে নানা কারণে।
হয়তো কোনো এক মুসলিম এই আয়াতের অনুবাদ পড়ে আবিষ্কার করবে – সে আদতে ইহুদিদের মতো। লক্ষ কোটি টাকা খরচ করে হলেও সে কেবলি এই দুনিয়াতে বাঁচতেই চায় – মরার পরের দুনিয়ার জন্য তার সঞ্চয় নেই কিছুই। হয়তো তার ভাবাদয় হবে।
মুসলিমদের ওপরে যে কোনো আগ্রাসনের সময় আমাদের জন্য আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস মনে রাখা খুব গুরুত্বপূর্ণ।
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেলো যে, সে জিহাদ করেনি এবং মনে জিহাদের আকাঙ্খাও রাখেনি, তবে সে মুনাফিক্বী অবস্থায় মারা গেলো।
[সুনানে আবু দাউদ ২৫০২, সহীহ]
আমরা বিভিন্ন কারণে জিহাদ করতে পারছি না, কিন্তু জিহাদের ইচ্ছাও অন্তরে রাখি না – এই মুনাফিকি আমাদের অন্তরের বড় একটা ব্যাধি।
আমাদের অন্তরের বড় আরেকটা রোগ হচ্ছে আমরা ইহুদিদের মতো ভাবছি – আমরা মুসলিম বলে দাবী করি যেহেতু কয়েকদিন জাহান্নামের আগুনে পুড়ে জান্নাতে তো যাবোই – কাজ যাই করি না কেন।
অথচ কালিমার দাবী পূরণ না হলে মানুষ জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ আমাদের জান্নাত লিখে দেননি। কাউকেই দেননি। জান্নাতে যেতে আল্লাহর দয়া লাগবে। এবং সেই দয়া পাওয়ার জন্য আল্লাহর কথা শুনতে হবে, আদেশ মেনে চলতে হবে, নিষেধ থেকে বাঁচতে হবে।
আমরা সেটা করছি?
বিশেষ দ্রষ্টব্য:
মুসলিমদের জন্য মৃত্যু কামনা করা নিষিদ্ধ। কারণ সে যদি ভালো মানুষ হয় তবে সে তার ভালো আমলের পরিমাণ আরো বাড়িয়ে নিতে পারবে। আর যদি সে খারাপ মানুষ হয় তবে সে তওবা করে আল্লাহর কাছে মাফ নিতে পারবে।
[সহীহ বুখারী ৭২৩৩]
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের ইহুদিদের মতো হওয়া থেকে হিফাজাত করুন।
আল্লাহ আযযা ওয়া জাল্লা সারা দুনিয়ার বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের হিফাজাত করুন।
আল্লাহ যুল যালালি ওয়া ইকরাম আমাদের ঈমানের মেরুদন্ড দান করুন – আল্লাহর রাস্তায় মারা এবং মরার সাহস দান করুন।
– শরীফ আবু হায়াত অপু