ডাক্তার মানুষের জীবন বাঁচায় না, চিকিৎসা করে মাত্র
খুলনাতে একজন ডাক্তারকে রোগীর আত্মীয়রা পিটিয়েছে, ফলে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মৃত্যুর কারণ মানুষের ভুল আকীদা – বিশ্বাস। ডাক্তার মানুষের জীবন বাঁচায় না, চিকিৎসা করে মাত্র। জীবন দেন আল্লাহ। মৃত্যু লিখেও রেখেছেন আল্লাহ। রোগী মারা যাওয়া মানেই ডাক্তারের দোষ না। এটা আল্লাহর ফয়সালা।
রোগীর চিকিৎসায় অবহেলা হয়েছে মনে করলে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।
বাংলাদেশের যে আইন … … …
তাহলে আল্লাহর কাছে বিচার দেন। কিন্তু ডাক্তারের গায়ে হাত তুলতে পারেন না আপনি।
কেন জানেন?
আবু সাইদ ও আবু হুরায়রা (রাযিআল্লাহু তা’আলা আনহুম) থেকে বর্ণিত, রাসূলে কারীম (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন– ‘‘যদি কোনো মুমিনকে হত্যা করার ব্যাপারে আসমান-যমীনের সকলেই শরীক থাকে তবুও আল্লাহ্ তা’আলা সবাইকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
[জামে তিরমিযী, হাদীস: ১৩৯৮]
যত খুন হয় –
- ব্যক্তি মারে গুলিতে, ছুরি দিয়ে, কুপিয়ে, বিষ খাইয়ে।
- জনতা মারে পিটিয়ে।
- পুলিশ মারে ক্রস ফায়ারে।
- ডাক্তার টাকার লোভে অপ্রয়োজনে অপারেশন করতে যায়, হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়; সামলাতে পারে না – রোগী মারা যায়।
- এনজিনিয়ার ঘুষ নেয়, রাস্তা-ব্রিজ বানায় খারাপ, এক্সিডেন্ট হয়, মানুষ মরে।
- ব্যবসায়ীরা খাবারে বিষ মেশায়, খেয়ে রোগ হয়, মানুষ মরে।
- বিচারক মারে বিচারের নামে অবিচার করে।
- শাসক মারে ……… বলতে পারলাম না, বুঝে নেন।
একজন মুমিন যদি খুন হয় – তাহলে সেটাতে যারা জড়িত সবাইকে আল্লাহ উল্টো করে জাহান্নামে ছুড়বেন।
কে কোন কাজে কতটা দোষী এই বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা করবেন। তিনি আল ‘আদিল – তার ন্যায় বিচারে কোনো ভুল হবে না।
শাস্তির কথা তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। জানতাম না বলে পার পাওয়া যাবে না।
সাবধান হই, সাবধান থাকি।
কোনো খুনকেই সমর্থন না করি। কোনো খুনেই খুশি না হই।
খুন ঠেকাতে না পারি, খুনীদের যেন ঘৃণা করি – এটা ন্যুনতম ঈমান।
আল্লাহ আযযা ওয়া জাল্লা আমাদের মাফ করুন।
– Sharif Abu Hayat Opu