নির্বাচিত ফেসবুক স্ট্যাটাস

যে মাটিতে পড়ে লোক, উঠে তাই ধরে, বারেক নিরাশ হয়ে কে কোথায় ফেরে?

ধরুন বৃষ্টিভেজা পথে বাসায় ফিরছেন। হোচট খেলেন। উঠলেন। কাপড়ে নোংরা লেগে গেল।

আবার হাঁটা শুরু করলেন।
আবার পড়ে গেলেন। উঠে আবার পথ চলা শুরু করলেন।
আবার পিছলে গেলেন।
আবার উঠলেন।
আবার …
আবার …
আচ্ছা এমন কী হবে যে পড়ে গিয়ে কাদার মধ্যেই শুয়ে থাকবেন?
বলবেন, আর কতবার উঠব? উঠলেই তো পড়ে যাচ্ছি। যাব না আজকে বাসায়। এই কাদায় রাস্তাতেই থেকে যাব।

আমাদের মানুষদের বাসা আসলে জান্নাতে। এই পৃথিবীটা রাস্তামাত্র।
আমরা পাপ করব, পড়ে যাব। তবে পাপে থাকব না। উঠে দাঁড়াব। হাঁটব – আল্লাহর কাছে মাফ চাব।
যতবার পড়ে যাওয়া ততবারই ওঠা।
গায়ে কাদা লেগেছে? আল্লাহর রহমতের বৃষ্টিতে ধুয়ে যাবে ইন শা আল্লাহ।
আমরা যেন হাল না ছেড়ে দিই।

আরও দেখুন:  ভালোর জন্যই!

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button