পাশের দোকানের আংকেল যে নামাজে যাচ্ছে না!
আজান দিচ্ছে।
তাই আজিজ সাহেব দোকান বন্ধ করে ছোট ছেলে সালমানকে নিয়ে মসজিদে যাচ্ছেন।
যেতে যেতেঃ
সালমান: আব্বু, পাশের দোকানের আংকেল যে নামাজে যাচ্ছে নাহ্!
আজিজ সাহেব: উনি নামাজে যান না।
সালমান: কেন? উনি মুসলিম নাহ্?
আজিজ সাহেব: হুম, মুসলিম।তাও নামাজ পড়ে না।
সালমান: তাহলে তুমি ওনাকে বলতা যে চলেন ভাই মসজিদে নামাজ পড়ে আসি।
আজিজ সাহেব: বললে অযথা কথা বাড়তো।
সালমান: আগে কখনো বলছিলা?
আজিজ সাহেব: নাহ্।
সালমান: কিন্তু আল্লাহ্ তো নামাজ কায়েম করতে বলসেন,শুধু নিজে একা পড়তে বলেন নাই। আম্মু বলছিলো পরশুদিন।
আজিজ সাহেব: আমরা তো মসজিদে গিয়ে নামাজ কায়েম করিই।
সালমান: কিন্তু যারা পড়ে না তাদের দাওয়াত দেয়া আমাদের কাজ নাহ্?আম্মু তো বলে প্রত্যেক মুসলিমের কাজই ইসলাম প্রচার করা ও ইসলামের দাওয়াত দেয়া।
আজিজ সাহেব: প্রত্যেক জুমার পর তো মসজিদে ইসলামি দাওয়াত দেয়া হয়ই।
সালমান: কিন্তু ওখানে তো শুধু তারাই থাকে যারা ইসলাম মানতে চায়।যারা চায় না তাদের কে দাওয়াত দিবে?
আজিজ সাহেব: যারা মানে না আল্লাহ্ তাদের অন্তরে মোহর দিয়ে দিসেন।তার মানে ওরা মানবে নাহ্।
সালমান: কিন্তু নাবী(সাঃ) কাফিরদের ও দাওয়াত দিতেন।
আজিজ সাহেব: এতো কথা কেন বলতেসো? চুপ থাকো।একটু পরেই আমরা মসজিদে ঢুকবো।
সালমান: 😶
– নুসরাত জাহান মুন