নির্বাচিত ফেসবুক স্ট্যাটাস

নন প্র্যাকটিসিং ভেজিটেরিয়ান বলে কিছু নেই

কিছু শব্দ আছে যা খুব স্পষ্ট সংজ্ঞা দেয়। যেমন কেউ যদি নিজেকে ভেজিটেরিয়ান বা শাকাহারী বলে দাবী করে তার মানেই সে মাছ মাংস খায় না। কখনই না।

যদি কেউ শাক-সবজি বেশি খেলেও মাঝে সাঝে গোশতের ঝোলে কবজি ডোবায় তাকে সংজ্ঞানুসারেই সর্বভূক বলে, শাকাহারী না।

ঠিক এই ব্যাপারটাই ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি বলে সে মুসলিম তার মানে সে আল্লাহর আদেশ এবং নিষেদের সামনে মাথা নত করেছে, আত্মসমর্পণ করেছে।

কেউ যদি বলে আমি আল্লাহর আদেশের সেগুলোই মানব যেগুলো মানতে ভালো লাগে তাহলে সে আসলে নিজের প্রবৃত্তির পূজারী, আল্লাহর বান্দা নয়।

আমাদের নিজেদের কাছে পরিষ্কার হওয়া উচিত – আমি কী আত্মসমর্পণ করেছি না করিনি? যদি করে থাকি তবে কোনো কাজের ব্যাপারে আল্লাহর ইচ্ছা কী সেটা কী জানার চেষ্টা করছি? জানার পরে মানার চেষ্টা করছি?

যে ঠান্ডা মাথায়, ইচ্ছাকৃতভাবে আল্লাহর নিষেধের বিরুদ্ধে মাথা ওঠানোর, আল্লাহর আদেশ অমান্য করার দুঃসাহস দেখাতে পেরেছে, তার নিজেকে মুসলিম হিসেবে পরিচয় না দেওয়ার সৎসাহসটুকুও দেখানো উচিত।

নন প্র্যাকটিসিং ভেজিটেরিয়ান বলে কিছু নেই।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button