পরিবার ও দাম্পত্য

স্ত্রীকে ভালোবাসুন…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়!
কারণ, সে নিশ্চিত হতে চায় সেই চা আপনার পছন্দ মত হবে কিনা…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়!
কারণ, সে অন্যসব মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে..

স্ত্রীকে ভালোবাসুন, যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে!
কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে…

স্ত্রীকে ভালোবাসুন, যখন তার রান্না খারাপ হয়!
কারণ, সে কিন্তু ঠিকই আপনার জন্য ভাল রান্নার চেষ্টা করেছে…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায়!
কারণ, সে কিন্তু আবার আপনারই জন্য সাজগোজ করবে…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে!
কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে আপনাকে সন্তানদের সাথে সময় দিতে বলে!
কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে আপনার কাপড়ে ভুল করে দাগ লাগিয়ে ফেলে!
কারণ সেটার জন্য তার নিজেরও অনেক মন খারাপ হয়…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা!
কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; এজন্য তাকে বলুন – “মা শা আল্লাহ্ তুমি সত্যিই সুন্দর..”

স্ত্রীকে ভালোবাসুন, যখন তাকে সুন্দর দেখায়!
কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়!
কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক…

স্ত্রী কে ভালোবাসুন, যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি!
কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, “ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল…”

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে তর্ক করে!
সে তাই চায় যা আপনাদের দুজনের জন্যই ভাল হয়…

স্ত্রী কে ভালোবাসুন…যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে!
কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; চেষ্টা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাসটি পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে…

স্ত্রীকে ভালোবাসুন…যখন সে কাঁদে!
তার কাছে কারণটা শুনুন, তাকে জড়িয়ে ধরে বলুন “সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লহ্ “…

স্ত্রীকে ভালোবাসুন, যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে!
এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে বারবার ফোনে জানতে চায়- কোথায় আপনি!
কারণ সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন…

স্ত্রীকে ভালোবাসুন, যখন সে আপনাকে সালাত আদায়ে জোর করে!
কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়…

স্ত্রীকে ভালোবাসুন…কারণ সে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামাত!
এটি ছাড়া তাকে ভালবাসার আর কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই আপনার…

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button