কুরআন ও তাফসীর

বই: তাহকীক তাফসীর ইবনু কাসীর (১ম খণ্ড এবং আম্মা পারা; তাওহীদ পাবলিকেশন্স)

দীর্ঘ ৬ বছর ধরে চলা গবেষণার পর তাফসীর ইবনু কাসীরের তাহকীক, তাখরীজ ও রেজালশাস্ত্র নিয়ে কাজ করে তা “তাহিকীক তাফসীর ইবনু কাসীর’ নামে প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। দীর্ঘ এ গবেষণায় অনেক বিদ্বান তাদের সুপরামর্শ ও মেধা দিয়ে এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তাদের জন্য মহান আল্লাহর নিকট উত্তম জাযা’ কামনা করছি। বিশেষ করে প্রধান অনুবাদক শাইখ আসাদুল্লাহ মাদানী মাদীনাহ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে দেশে ফিরে দীর্ঘদিন যাবত অনুবাদকর্মে তার মেধা ও শ্রম দিয়েছেন। তৎসঙ্গে সউদী দূতাবাস কর্মকর্তা ড. আব্দুল্লাহ ফারুক সালাফী, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত সউদী মুবাল্লিগ শাইখ আকমাল হুসাইন বিন বাদীউযযামান, অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক, শাইখ মুহাম্মাদ আলী গোদাগাড়ী (মাদীনাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত), শাইখ আল আমীন বিন ইউসুফ – হাফিযাহুমুল্লাহ – সহ যারা এ গ্রন্থটিকে এ পর্যায়ে রূপদানের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তাদের সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আর এ কাজের জন্য সর্বপ্রথম যিনি উৎসাহিত করেছেন, সেই মুহাতারামাহ সালমা আপার জন্যও অন্তরের অন্তঃস্থল থেকে দুআ’ রইল। জাযাহুমুল্লাহু আহসানাল জাযা।

পাঠকবৃন্দের সুবিধার জন্য ফাদায়িলুল কুরআন অংশটিকে তাফসীরের প্রথম ভাগ থেকে সরিয়ে একেবারে শেষ ভাগে আম্মা পারার সঙ্গে সংযোজন করা হয়েছে। – প্রকাশক

বইটি ভালো লাগলে অবশ্যই প্রকাশনী থেকে ক্রয় করবেন।

ডাউনলোড:

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

৫টি মন্তব্য

  1. আলহামদুলিল্লাহ।
    জাযাকাল্লাহু খাইরা।আল্লাহ শাইখদের এই আমল গুলো কবুল করুন। আমীন।
    এমনটি আমি আশা করেছিলাম। তবে বাকি গুলো কবে নাগাব কমপ্লিট হবে।
    আমার জলদি লাগবে এসব।
    তাড়াতাড়ি করার চেষ্টা করুন।

মন্তব্য করুন

Back to top button