পরিবার/দাম্পত্য

সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়?

উত্তর: সহবাসের কতক্ষণ পর গোসল করতে হবে, তার কোনো সময়সীমা নির্ধারিত নেই। তবে নবী করিম (সা.)-এর আমল এবং সালফে সালেহিনের আমল মতে, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করাটাই হলো সুন্নাহ। এটিই গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব ফরজ গোসল আদায় করা উচিত।

আরও দেখুন:  মা যদি শাসনের জন্য অভিশাপ দেন সেটা লাগবে কি?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button