যঈফ/জাল হাদীছ

পবিত্র মাহে রমজানের বহুল প্রচারিত একটি জয়ীফ (দূর্বল) হাদীস

 

“রমজানের প্রথম দশক রহমতের, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির ”

হাদীস বিশারদদের মতে এটি একটি দূর্বল হাদিস। এই হাদিস বর্ণনাকারীদের মধ্যে কারো কারো হাদিস বাতিল/প্রত্যাখ্যাত। আবার হাদিস ধারাবর্ননাকারীদের মধ্যে চেইন ব্রেক আছে।

উপরন্তু সহিহ হাদীস মোতাবেক পুরো রমজান মাসই আল্লাহ তায়ালার অসীম রহমত ও মাগফিরাতে পরিপূর্ন। এছাড়া রমজানের প্রতি রাতেই এবং ইফতারের সময় জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়।

রেফারেন্সসমূহ :
১. http:/goo.gl/dhHEcb
২. https:/goo.gl/bKrChh
৩.http:/goo.gl/FPDS7K
৪.http:/goo.gl/MXpBUJ

মন্তব্য করুন

Back to top button