সংবাদ

বইমেলায় ইসলামবিদ্বেষী বই, প্রকাশনা সংস্থার স্টল বন্ধ

ইসলাম ধর্ম সম্পর্কিত একটি বই নিয়ে আপত্তি ওঠার পর ঢাকার একুশে বইমেলায় একটি প্রকাশনা সংস্থার স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে বইটিতে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে জানতে পেরে তারা দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্টল থেকে বেশ কিছু বইও জব্দ করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বিবিসিকে বলেছেন, বই মেলার নীতিমালা অনুসারেই ওই স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, বইটিতে ইসলামের নবী সম্পর্কে এমন কুৎসিত ও জঘন্য কথাবার্তা রয়েছে যে এই ব্যবস্থা না নেওয়া হলে বই মেলাটি চালিয়ে যাওয়া সম্ভব হতো না।

তিনি বলেন, এর ফলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এধরনের বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশকদেরকে দায়িত্ব নেওয়ার আহবান জানান মি. খান।

বাংলা একাডেমির এই বক্তব্যের জবাবে বইটির প্রকাশক ব-দ্বীপ প্রকাশনা কর্তৃপক্ষের মন্তব্য জানার জন্যে কাউকে পাওয়া যায়নি।

গত দুদিন ধরে এই বইটির প্রতিবাদে কিছু কিছু সংগঠন প্রতিবাদ জানায়। তার পরই প্রকাশনা সংস্থাটির স্টল বন্ধ করে দেওয়া হলো।

বইটি নিষিদ্ধ না করে প্রকাশনী সংস্থার এই স্টলটি কেনো বন্ধ করে দেওয়া হলো এই প্রশ্নের জবাবে মি. খান বলেন, এবিষয়ে প্রকাশনা সংস্থাটির কাছে জানতে চাওয়া হবে এবং তাদের জবাব সন্তোষজনক হলে স্টলটি আবার খুলে দেওয়া হবে।

তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বইটির কপি সংগ্রহ করে বাংলা একাডেমির কাছে জমা দেওয়া হয়েছে।

মি. খান বলেন, প্রকাশককে তারা খুঁজে পাচ্ছেন না। তারা ধারণা করছেন যে প্রকাশক গা ঢাকা দিয়েছেন।

BBC

মন্তব্য করুন

Back to top button