বিবিধ বই

বই: কালিমাতুশ শাহাদাহ

কালিমা সম্পর্কে বর্তমানে অধিকাংশ লোকের অবস্থা অত্যন্ত দুঃখজনক। অধিকাংশ মানুষ এ ‘কালিমাতুশ শাহাদাহ’ বা সাক্ষ্যদানের বাক্য সম্পর্কে অজ্ঞ। একমাত্র আল্লাহ যার প্রতি করুণা করেছেন, আর শিরক থেকে রক্ষা করেছেন, সে ব্যক্তি ছাড়া বাকি সবাই তাদের অজান্তেই শিরক নামক মহামারিতে আক্রান্ত হচ্ছে। অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে তারা জানে না এ কালিমার অর্থ কী, কী এর গুরুত্ব ও মর্যাদা। জানে না কালিমার দাবিই বা কী। এ কালিমার সাক্ষ্য দানের মাধ্যমে কী তারা স্বীকার করে নিচ্ছে, আর কী অস্বীকার করছে। দাবি করছে আমরা মুসলিম, আমরা আল্লাহ ছাড়া অন্য করো ইবাদাত করি না। অথচ বাস্তবিকভাবে তারা আল্লাহর পাশাপাশি আরো বহু রবের/ইলাহের ইবাদাত করছে। এভাবে তারা শিরকের স্রোতে ঈমানকে বিলিয়ে দিচ্ছে।


আল্লাহ বলেন,

  ﴿وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللهِ إِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ﴾
অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে । [সূরা ইউসুফ ১২: ১০৬]

অধিকাংশ মুসলিমই এ ভুল ধারণা পোষণ করে যে, কালিমা মুখে উচ্চারণ করলে অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে বা লালিত পালিত হলে কিংবা সুন্দর একটা আরবি নামধারণ করলেই মুসলিম হওয়া যায়। তার কাজ-র্কম জীবনযাপন পদ্ধতি যাই হোক না কেন। অথচ সাহাবীদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে, তাদের এবং আমাদের কালিমা বুঝার ক্ষেত্রে বিরাট ব্যবধান রয়েছে। প্রকৃতপক্ষে ইসলামের পতাকাতলে নিজেকে দাখিলের জন্য প্রত্যেকেরই কালিমাকে সঠিকভাবে উপলব্ধি এবং বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষ যাতে তাওহীদ ও রিসালাতের এ কালিমাকে সহজভাবে বুঝতে পারে তাই এই ছোট বইটির সংকলনের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

বইটি কেন পড়বেন?

  • কালিমা সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের জন্য, যা প্রতিটি মানুষের উপর প্রথম ফরয।
  • এটি কুরআনুল কারীম ও সুন্নাতে নববীর দলিল ভিত্তিক কালিমা সম্পর্কিত একটি প্রামাণ্য কিতাব।
  • এতে প্রতিটি বিষয় সহজ ও সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
  • বিশেষত দাঈ ভাইদের জন্য এটি একটি দিক-নির্দেশনা বা গাইডলাইন।

বইটির কিছু বৈশিষ্ট্য:

  • বিষয়-ভিত্তিক ও বাস্তব-সম্মত তথ্যবহুল আলোচনা।
  • বইটি কুরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক ।
  • লা-ইলাহা ইল্লাল্লাহ এর গ্রহণীয় ও বর্জনীয় বিষয় সংখেপে তুলে ধরা হয়েছে।
  • বহু-রব, বহু-ইলাহ, বহু সমকক্ষ, তাগুত (সীমালঙ্ঘনকারী), তাওহীদ, শিরক, সুন্নাহ, বিদআত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
  • ঈমান ভঙ্গের কারন নিয়ে আলোচনা।
  • মোটকথা সংখিপ্ত পরিসরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়সমূহের প্রতি আলোকপাত করা হয়েছে।
  • তাই বইটি অন্যান্য বই থেকে একটু আলাদা হওয়ার দাবি রাখে।

বইটি পড়ে ভাল লাগলে বইটি নিয়ে পোস্ট দিন বা পোস্টটি শেয়ার করুন।

বইটির প্রিন্ট কপি সংগ্রহ করে পড়ুন ও অন্যকে পড়তে উৎসাহিত করুন্ ।

এক নজরে বইটি :

কালিমাতুশ শাহাদাহ [ব্যাখ্যা সহ]

রচনায়: গাজী মুহাম্মাদ তানজিল

সম্পাদনা : শাইখ মুনীরুল ইসলাম আয-যাকির
প্রকাশনায়: ইমাম পাবলিকেশন্স লিঃ, ১৫৬ লুৎফর রহমান লেন, সুরিটোলা, ঢাকা- ১১০০।

পৃষ্ঠা: ৯৬

সাইজ: ৩ মেগাবাইট

pdf
Kalimatush-Shahadah.pdf 2.84 MB
Download

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button