মৃত্যুর পর আমাদের গন্তব্য কোথায়? আমরা কবরে যাব, অতঃপর পুনরুত্থিত হব, হাশর কায়েম হবে, আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জবাব দিতে হবে… ইত্যাদি। কিন্তু জ্ঞানশূন্য বস্তুবাদী নস্তিক সম্প্রদায়ের প্রভাবে হয়ে অপযুক্তির বেড়াজালে আবদ্ধ হয়ে কেউ কেউ পরকালের ব্যাপারে সংশয়ে পতিত হচ্ছেন। অনেকটা এমন যে, বিশ্বাস করি… বিশ্বাস করি না। এমন অসংখ্য যুবক রয়েছে যারা এ মরণ ব্যধিতে আক্রান্ত। ফেতনা ফাসাদ এবং দীন নিয়ে অবহেলার এ যুগে শত্রুদের আক্রমণের শিকার হয়ে অগণিত মানুষ আজ এ কঠিন ব্যাথায় জর্জরিত। পরকাল সম্পর্কে আমাদের মাঝে সঠিক জ্ঞান না থাকাটা এই সংশয়ের পেছনে একটা বড় ভূমিকা পালন করে। যার ফলে বস্তুবাদী নাস্তিক সম্প্রদায় বিভিন্ন অপযুক্তি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করতে সক্ষম হয়। অথচ পরকাল শুধুমাত্র একটা ধারণা নয়! এর সাম্যক বাস্তবতার পেছনে অসংখ্য যৌক্তিক এবং অগণিত বর্ণনাভিত্তিক প্রমাণ রয়েছে। বক্ষ্যমান সচিত্র গ্রন্থটি পাঠককে পরকাল বিষয়ে পরিপূর্ণ ধারণা প্রদানে সক্ষম হবে ইনশাআল্লাহ।
বই: পরকাল (LIFE AFTER LIFE)
লেখক: ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরীফী (উসতায, কিং সউদ ইউনিভার্সিটি, রিয়াদ; নভেম্বর ২০১১)
ভাষান্তর ও বিন্যাস: উমাইর লুৎফর রহমান
প্রকাশনায়: মাকতাবাতুল হেরা
পৃষ্ঠা সংখ্যা: ৯৬৫
3 টি মন্তব্য
Siam Ahmad Shafi
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ জী…বইটা পাব কোথায়?এবং এর মূল্য কত টাকা?
Sohel
Book Store : katabon er more paben Dhaka
Online https://www.rokomari.com/book/141383/porokal–mohaproloy—2-
মোহাম্মদ আঃ হামিদ খান
জানতে ইচ্ছে করে,কোন ব্যক্তি মারা যাবার সময়, তার নিজের সন্তানের হাতে বা পিতা পুত্রের হাতের উপর মারা যায়,
আমি জানতে চাচ্ছি কোনটি কঠিন মৃত্যু,
একেলা মারা যাওয়া?
নাকি কারো হাতের উপর মারা গেলে মৃত্যু ব্যক্তি বেশী আসান পায়?