সংবাদ

দেখতে পেপসির ক্যান, ভেতরে বিয়ার!

পেপসির গাঢ় নীল রঙের ক্যান। কিন্তু এটি হাতে নেওয়ার পর কেমন যেন বেমানান মনে হয়। আর ওপরের মোড়কটিও আলগা। ওই আলগা মোড়কটি খুলতেই ভেতর হাইনেকান ব্র্যান্ডের বিয়ার। আসলে ক্যানটি বিয়ারেরই, ওপরে লাগানো হয়েছে পেপসির গাঢ় নীল মোড়ক। এমন লুকোচুরির কারণ ক্যানগুলো নেওয়া হচ্ছিল সৌদি আরবে, যেখানে অ্যালকোহল সমৃদ্ধ যেকোনো পানীয় নিষিদ্ধ।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পাচারের পথে ৪৮ হাজার বিয়ারের ক্যান ধরা পড়ে। বিয়ারের ক্যানগুলো পেপসির মোড়ক লাগিয়ে পাচার করা হচ্ছিল। তবে সৌদি শুল্ক কর্মকর্তাদের হাতে বিষয়টি ধরা পড়ে।

সৌদি কর্মকর্তাদের টুইটার বার্তার বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সীমান্তর্বতী সৌদি আরবের আল বাথা এলাকায় পেপসির মোড়ক পেঁচানো ৪৮ হাজার বিয়ারের ক্যান ধরা পড়ে। টুইটারে পোস্ট করা ভিডিওতে সৌদি কর্মকর্তারা পেপসির মোড়ক খুলে বিয়ারের ক্যান বের করার দৃশ্য দেখান।

সৌদি আইন অনুযায়ী, অ্যালকোহলসমৃদ্ধ কোনো পানীয় বহন ও পান করা পুরোপুরি নিষিদ্ধ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button