১২৫০০০ জন রোহিঙ্গা শরণার্থীকে বসবাসের অনুমতি দিচ্ছে সৌদি আরব
সৌদি আরবে বর্তমানে ২৫০০০০ জন রেহিঙ্গা বাস করছে। তবে এবার আরব ১২৫০০০ জনেরও বেশি রেহিঙ্গাকে অস্থায়ীভাবে ৪ বছরের জন্য সৌদিতে বসবাসের সুযোগ দেওয়া হচ্ছে। তাদের পাসপোর্ট ইস্যু করার পক্রিয়া চলছে মক্কা পাসপোর্ট অফিস থেকে।
তাদের পাসপোর্ট ইস্যু করার আগে তাদের মেডিকেল রিপোর্ট এবং অপরাধ মুলক কাজে জড়িত আছে কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে ।
সৌদি সরকার ২ বছর আগে থেকেই রেহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু করা শুরু করেছিল এবং যাদের জন্য পাসপোর্ট ইস্যু করা হয়েছে তাদের প্রায় অধিকাংশই সৌদিতে অবস্থান নিয়েছে। তাদের জন্য রেসিডেনশিয়াল এলাকাকেও বরাদ্দ করা হয়েছে। আরও জানানো হয়েছে যে , যারা সৌদিতে বসবাসের সুযোগ পাচ্ছে তাদের জন্য শিক্ষা, চিকিত্সা ও চাকরির ও ব্যবস্থা করা হবে।
সম্প্রতি জাতিসংঘ থেকে প্রতিনিধি দল সৌদির রেহিঙ্গাদের দেখতে আসে এবং তারা সৌদির প্রশংসা করেছে দুস্থদের জন্য সহয় হওয়ার জন্য।
______________
Source: http:/saudigazette.com.sa/saudi-arabia/125000-myanmar-refugees-granted-legal-residency/
অনেক দেরীতে হলেও তাদের বোধোদয় হয়েছে। আমরা যে গত ২০ বছর ধরে। ৫ লক্ষাধীক রুহিঙ্গা আর ৪ লক্ষয়াধীক বিহারী লালন পালন করছি সেটা অন্য জাতি স্বীকার করা দূরে থাক, আমাদের দেশের অতি মুসলমানেরাই স্বীকার করেনা।