সংবাদ

ইসলামের অবমাননাকারী সউদী ব্লগার পেলেন শাখারভ শান্তি পুরস্কার

ইসলামের অবমাননা করে শাস্তি ভোগরত সউদী ব্লগার রাইফ বাদাবীকে ‘শাখারভ শান্তি পুরস্কার’ দিল ইউরোপীয় পার্লামেন্ট। রাইফ বাদাবীকে সউদী সরকার চাবুক মারার শাস্তি দেয়ার পর তা বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। রাইফ বাদাবী যেন শাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্যে তাকে মুক্তি দেয়ার জন্য সউদী বাদশাহ সালমানের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। ইসলাম ধর্মের অবমাননা করায় বাদাবীকে দশ বছরের জেল এবং এক হাজার দোররা মারার শাস্তি দেয়া হয়।বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন তাদেরকে শাখারভ শান্তি পুরস্কার দেয়া হয়। সোভিয়েত বিজ্ঞানী এবং ভিন্ন মতাবলম্বী আন্দ্রে শাখারভের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। রাইফ বাদাবী ‘ফ্রি সউদী লিবারেলস’ বলে একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ২০১২ সালে তাকে ইসলাম ধর্ম অবমাননার দায়ে সাজা দেয়া হয়।ইতোমধ্যে এ বছরের জানুয়ারিতে তাকে ৫০টি দোররা মারা হয়েছে। কিন্তু বাকী দোররা মারা স্থগিত রাখা হয়। গত জুনে সউদী আরবের সুপ্রীমকোর্ট তার বিরুদ্ধে সাজা বহাল রাখে। রাইফ বাদাবীর কানাডা প্রবাসী স্ত্রী এনসাফ হায়দার বলেছেন, এই পুরস্কার তাদের কাছে আশা এবং সাহসের বার্তা বয়ে এনেছে। আন্দ্রে শাখারভ পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নেলসন মানডেলা, অং সান সু কি এবং মালালা ইউসুফজাই।

সূত্র : ইনকিলাব/বিবিসি।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button