সংবাদ

ভারতে ৮৫০টিরও বেশি পর্ণো সাইট ব্লক করার নির্দেশ

ভারতে সবাই যাতে অবাধে পর্নোগ্রাফিক সাইটে যেতে না-পারে, সেজন্য সরকার ৮৫০টিরও বেশি সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে।

শীর্ষস্থানীয় একটি অ্যাডাল্ট সাইট বিশ্বব্যাপী যে স্ট্যাটিসিটকস প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, সারা পৃথিবীতে ইন্টারনেটে পর্নো ট্র্যাফিকের উৎস বা সোর্স হিসেবে ভারতের নাম আছে চার নম্বরে, আমেরিকা, যুক্তরাজ্য ও ক্যানাডার ঠিক পরেই।

পর্নো সাইটগুলো দেখার ক্ষেত্রে এই সরকারি বিধিনিষেধ আরোপের ফলে ভারতে এই লক্ষ লক্ষ মানুষ যে বেজায় মুশকিলে পড়েছেন, তা বলাই বাহুল্য!

গত মাসেই সুপ্রিম কোর্ট একটি মামলার রায় দিতে গিয়ে বলেছিল, সরকার বিভিন্ন পর্নো সাইট – বিশেষ করে যেগুলোতে চাইল্ড পর্নোগ্রাফি বা শিশু যৌনতা থাকে – সেগুলো যে ঠেকাতে পারছে না তাতে তারা অসন্তুষ্ট।

সেই রায়ের জেরেই এখন সরকারের টেলিকম মন্ত্রণালয় দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি-দের নির্দেশ দিয়েছে, চাইল্ড পর্নোগ্রাফি তো বটেই – আরও বহু জনপ্রিয় পর্নো সাইটও ভারতে ব্লক করতে হবে। তারা যে তালিকাটা পাঠিয়েছে তার তালিকাও বিরাট লম্বা। অন্তত ৮৫৭টা সাইটের নাম আছে তাতে। গত শুক্রবারই এই সরকারি চিঠি আইএসপি-গুলোর হাতে পৌঁছেছে, কিন্তু এই নির্দেশ মিডিয়াতে প্রকাশ করা হয়নি।

BBC

মন্তব্য করুন

Back to top button