সংবাদ

সবচেয়ে বড় ইফতারের আয়োজন হয় মসজিদে নববীতে

বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন টি হয়ে থাকে সৌদি আরবের মদিনার “মসজিদে নববী” বা রাসূলুল্লাহ (ছঃ) -এর মাসজিদে!

প্রায় ১২ হাজার মিটার জুড়ে এর দস্তরখানা বিছানো হয়ে থাকে। এক সাথে প্রতিদিন প্রায় সাড়া বিশ্বের থেকে আগত আনুমানিক ৩ লক্ষ মানুষ ইফতার করতে পারে। এতে প্রতিদিন সৌদি সরকারের প্রায় ১ মিলিয়ন রিয়াল খরচ হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় ২ কোটি টাকার বেশি।

ইফতারের উপকরণসমূহের মধ্যে উল্লেখযোগ্য:

– ১ লাখ ৩০ হাজার লিটার জমজমের পানি

– ৫০ হাজার লিটার এরাবিয়ান কফি

– ৩ লক্ষ পিছ রুটি

– ৫০ হাজার প্যাকেট দই

– ৫০ হাজার দুধের মিনি বোতল

– ৫০ হাজার জুসের বোতল

– ৪০ টন খেজুর

এছাড়াও মদিনার স্থানীয় মানুষেরা যার যার বাড়ী থেকে নিজেদের গাছের খেজুর ও নানা ধরনের খাবার নিয়ে এসে সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের উমরাহ পালনকারী রোজাদার দের মাঝে বিতরন করেন। ইফতারের ১৫ মিনিটের মধ্যেই সেখানের সকল কিছু একেবারে ধুয়ে মুছে ক্লিন করে ফেলা হয় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে!

উপরে ছবিতে মদিনার গভর্নর আমীর ফায়সাল বিন সালমান কে দেখা যাচ্ছে ইফতারের জন্য অপেক্ষারত অবস্থায়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button