সাউদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে ২০০ টন খেজুর হাদিয়া
আসছে পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ২০০ টন খেজুর উপহার পাঠিয়েছে। বৃহস্পতিবার সৌদি দূতাবাসের চার্জ দা এফেয়ার্স খালিদ সুলতান আল ওতবাইবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামালের কাছে তার কার্যালয়ে এ উপহার হস্তান্তর করেন। দূতাবাসের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময়ে সৌদি চার্জ দা এফেয়ার্স বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক সব সময়েই আন্তরিক। বাংলাদেশের ভাল-মন্দ সকল সময়েই সৌদি সরকার ভাইয়ের মত পাশে থেকেছে। সৌদি সরকার সব সময়েই বাংলাদেশের মুসলিম জনগণের কল্যাণ কামনা করে। ত্রাণ সচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যে এ খেজুর গ্রহণ করেছে। রমজানের পূর্বেই তা মাঠ প্রশাসনের মাধ্যমে দুঃস্থ ও গরিবদের মাঝে বিতরণ করা হবে।
আল্লাহ যেন আমাদের সরকারী কর্মকতা এবং কর্মচারীদেরকে গরিবের হক গরিবের মাঝে পৌছে দেওয়ায় তৌফিক দান করুন। আমীন।
A sob sorkare cham cha
ra kaya falba.