সংবাদ
মক্কায় জুয়া খেলায় ১৬ বাংলাদেশি আটক

জুয়া খেলার অভিযোগে পবিত্র মক্কা নগরীতে ১৬ বাংলাদেশিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। এ সময় তাদের কাছ থেকে ১৬শ’ রিয়াল জব্দ করে পুলিশ।
সোমবার মক্কার এক বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। আটক ১৬ জনই বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার স্থানীয় ‘সবক’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশি শ্রমিকরা জুয়া খেলার জন্য মক্কার ওই বাড়িতে জড়ো হন বলে গোপন সূত্রে খবর পায় স্থানীয় পুলিশ।
এরপর থেকে তারা ওই বাড়ির ওপর নজর রাখছিল।
সোমবার ওই ১৬ জনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের মক্কার আজইয়াদ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ২০১৩ সালের জুলাই মাসে একই ঘটনায় আরো ১৮ বাংলাদেশিকে আটক করা হয়েছিল।
প্রসঙ্গত, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোতে জুয়া খেলা আইনগতভাবে নিষিদ্ধ।
(RTNN)