সংবাদ

বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল, নতুন বাদশাহ সালমান

খাদেমুল হারামাইন সউদী আরবের মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আযীয আল-সউদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজেউন)।

বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের স্থলাভিষিক্ত হয়েছেন তার সৎ ভাই সালমান বিন আবদুল আজিজ।

বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ শুক্রবার মধ্যরাতে ইন্তেকালের পর রাজপরিবারের এক কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর দেয়া হয়। ওই ঘোষনায় বলা হয়, ইতিমধ্যেই ৭৯ বছর বয়সী সালমানকে দেশটির নতুন বাদশাহ বলে ঘোষণা করা হয়েছে। তিনি অবশ্য ভাইয়ের অসুস্থতার পর থেকে রাজপরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সঙ্গে মুকরিনকে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। সালমানের পরে মুকরিন হবেন সৌদির বাদশাহ।

আরও দেখুন:  ‘বুকের ওপর পা রেখে দাড়ি উপড়ায় ইরাকি সেনা’

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button