সংবাদ

জাতিসংঘে মাত্র এক ভোটে হেরে গেল ফিলিস্তিন

তিন বছরের মধ্যে ইসরাইলি দখলদারিত্ব অবসান চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভোটাভুটিতে হেরে গেছে ফিলিস্তিন।

প্রস্তাবটি পাস হতে হলে অন্তত নয়টি ভোট প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজনীয় ভোটের চেয়ে এক ভোট কম পাওয়ায় প্রস্তাবটি আপনা-আপনিই বাতিল হয়ে যায়।

ফিলিস্তিনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যসহ ৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

ফিলিস্তিনি ভূমিতে তিন বছরের মধ্যে ইসরাইলি দখলের সমাপ্তি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাবটি এনেছিল জর্ডান।

জর্ডানের আনা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল ফিলিস্তিনসহ আরবের আরো ২২টি রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়- রাশিয়া, চীন এবং ফ্রান্সসহ মোট ৮টি দেশ।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরাইলকে সময়সীমা বেধে দেয়ার এই ধারণাটিকে তারা সমর্থন করে না। যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, ফিলিস্তিনের জন্য আনিত এই প্রস্তাবটিতে ইসরাইলের নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি।

জাতিসংঘে জর্ডানের রাষ্ট্রদূত ডিনা কাওয়ার বলেছেন, জাতিসংঘের এই ভোটাভুটির ফলে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধের প্রচেষ্টা বন্ধ হয়ে যাওয়া উচিত হবে না।

BBC/RTNN

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button