সংবাদ

মসজিদকে জাদুঘর বানালো ইসরাইল

শতবর্ষী পুরানো একটি মসজিদকে জাদুঘর বানিয়েছে ইসরাইল। স্থানীয় প্রায় ১০ হাজার মুসলমানের নামাজের কোনো জায়গা না থাকলেও ঐতিহাসিক মসজিদকে তারা জাদুঘর বানালো। খবর প্যালেস্টাইল নিউজ নেটওয়ার্কের।

ইসরাইলি কর্তৃপক্ষ বির আল-সাবে গ্রান্ড মসজিদকে ইসলামী সাংস্কৃতিক জাদুঘর বানিয়েছে। যদিও ওই এলাকায় মুসলমানদের দৈনন্দিন প্রার্থনার কোনো জায়গা নেই।১৯০৬ সালে অটোমান শাসনামলে মসজিদটি তৈরি করা হয়েছিল। ১৯৪৮ সালে ফিলিস্তিনি নাকবার সময় এটিকে হাজতখানা হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী সময়ে এটি ম্যাজিস্ট্রেট আদালতে রূপান্তরিত হয়। ১৯৫৩ সালে এটিকে জাদুঘর বানানো হয়। ১৯৯২ সালে জীর্ণশীর্ণ হয়ে পড়লে মসজিদটি বন্ধ করে দেয়া হয়।বির আল-সাবে ওই এলাকার একমাত্র মসজিদ। দীর্ঘদিন ধরে মুসলমানরা মসজিদটি খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন, অন্তত জুমার নামাজের জন্য হলেও সেটি যেন খুলে দেয়া হয়। ২০১৫ সালের জুন নাগাদ জাদুঘরের প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে।

(যুগান্তর)

আরও দেখুন:  ১০ বছরে দেড় লাখ ভূমিকম্প, নিহত সাড়ে চার লাখ

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button