সংবাদ
কেবল বিয়ের জন্য ইসলাম গ্রহণ বৈধ নয় : এলাহাবাদ হাইকোর্ট
ভারতের এলাহাবাদ হাইকোর্ট কেবল মুসলিম ছেলেদের বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণকে অবৈধ হিসেবে রায় দিয়েছেন। ‘বিবাহিত দম্পতি হিসেবে সুরক্ষা’ প্রদানের জন্য উত্তর প্রদেশের বিভিন্ন জেলার পাঁচ দম্পতির আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সূর্য প্রকাশ কেসারবানি এই আদেশ জারি করেছেন। এটা ভারতীয় সমাজ জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় বিবেচিত হতে পারে বলে অনেকে মনে করছেন।
ওই পাঁচ দম্পতির সবার ক্ষেত্রেই বর মুসলিম, আর কনে হিন্দু। বিয়ের সময় ওই তরুণীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
বিচারপতি চলতি সপ্তাহের প্রথম দিকে দেয়া ওই আদেশে ২০০০ সালে সুপ্রিম কোর্টের এক রায়ের কথা উল্লেখ করেন। ওই রায়ে বলা হয়েছিল, ‘ইসলামি বিশ্বাসে প্রকৃত পরিবর্তন ছাড়া এবং কেবল বিয়ের জন্য ইসলাম গ্রহণ কোনো অমুসলিমের জন্য বৈধ নয়।’
সূত্র : পিটিআই/নয়া দিগন্ত