সংবাদ

রোদ ঠেকাতে মক্কার চত্বরে সামিয়ানার পরিকল্পনা

মুসলমানদের পবিত্র কাবা ঘরকে ঘিরে যে বিরাট চত্বর এবং মসজিদ, সেখানে রোদ ঠেকাতে বিশাল সামিয়ানা টাঙ্গানোর পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ।

আরব নিউজ এ খবর দিয়ে জানাচ্ছে, মক্কায় আসা লোকজন যাতে রোদে কষ্ট না পান, সেজন্যে সৌদি কর্তৃপক্ষ পুরো চত্বরজুড়ে ৩০০ সামিয়ানা টানাবে।

মোট দুই লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গা জুড়ে টানানো হবে এই সামিয়ানা। মদিনায় ইতোমধ্যে একই রকমের সামিয়ানা টাঙ্গানো হয়েছে। মদিনার এই সামিয়ানা দিনের বেলায় ফুলের পাপড়ির মতো মেলে দেয়া হয়, আর রাতে আবার গুটিয়ে নেয়া হয়। পুরো কাজটি করতে সময় লাগে মাত্র তিন মিনিট।

সারা পৃথিবী থেকে প্রতি বছর কাবা শরীফে পরিদর্শনে যান লাখ লাখ মানুষ। এ বছর হজে অংশ নিয়েছেন ২০ লাখ মানুষ। তীব্র গরম এবং পানিশূন্যতায় ভুগে প্রতি বছর বহু হজযাত্রী অসুস্থ হয়ে পড়েন। রোদ থেকে বাঁচতে অনেকে তাদের নিজস্ব ছাতা নিয়ে আসেন।

সূত্র: আরব নিউজ/RTNN

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button