সংবাদ

প্লেবয় থেকে ইসলাম, ফেলিক্সিয়ার পুনর্জন্ম

সাবেক প্লেবয় সুন্দরী ফেলিক্সিয়া ইয়েপ। তবে এখন তিনি সে পরিচয়ে পরিচিত নন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলেছেন, এর মাধ্যমে তার পুনর্জন্ম হয়েছে। তার বাড়ি মালয়েশিয়ায়। ওই দেশ থেকে তিনিই প্রথম প্লেবয়ের সঙ্গে যুক্ত হন। প্রথম মালয়েশিয়ান প্লেবয় বানি (প্লেবয় ক্লাবের পরিচারিকা)। গত বৃহস্পতিবার তিনি প্লেবয় বানি’দের পোশাক ছুড়ে ফেলে দিয়ে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। নতুন এই সফরে ফেলিক্সিয়া যেন অবিচল ও অঙ্গীকারবদ্ধ থাকতে পারেন সে জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, নতুন জীবনের জন্য যারা প্রার্থনা করেছেন শুধু আল্লাহই তাদের প্রতিদান দিতে পারবেন। ফেসবুকে ফেলিক্সিয়ার ৮ লাখ ৫০ হাজার অনুসারীর সাড়ে সাত লাখ ওই বিবৃতিতে লাইক দিয়েছে। বৃহস্পতিবার ইসলাম গ্রহণের জন্য বেছে নেয়ার কারণ হলো সেদিন ছিল ফেলিক্সিয়ার ২৮তম জন্মদিন। সাবেক প্লেবয় বানি ছাড়াও নিজ দেশে তারকা মডেল ছিলেন তিনি। এ বছরের শুরুর দিকে তিনি খোলামেলা ছবিতে পোজ দেয়া বন্ধ করে দেন। এরপর থেকে ঐতিহ্যবাহী মুসলিম পোশাকে মডেলিং করে আসছেন ফেলিক্সিয়া। বলেন, দু’বছর ধরে প্রতি  রোববার ক্যাথলিক চার্চে গিয়েছি। ক্রিশ্চিয়ানিটি বুঝতে চেষ্টা করেছি। এছাড়াও কুয়ান ইন ও অন্যদের উপাসনা করার মাধ্যমে নতুন অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। বৌদ্ধদের ধর্মীয় আচার পালনেরও চেষ্টা করি। কিন্তু আমার হৃদয় কখনও খোদার এত নিকটে অনুভূত হয়নি। কখনও আমার হৃদয় এতটা স্পর্শ করে যায়নি। ফেলিক্সিয়া আরও বলেন, আজ আমার জন্য এক ঐতিহাসিক তারিখ। এটা পুনর্জন্মের মতো। ঘটনাক্রমে এ বছরের জন্মদিন পড়েছে ৫ই রমজানে। এ সপ্তাহে ইসলাম গ্রহণের আগে ইসলাম সম্পর্কে জানতে ৭ মাস ব্যয় করেছেন তিনি।

মানবজমিন

আরও দেখুন:  ১১৯ বছর বন্ধ থাকা মসজিদ চালু করল তুরস্ক

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button