সংবাদ

ভারতে গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে তা নির্ধারণ নিয়ে জমজমাট ব্যবসা

ভারতে গর্ভস্থ ভ্রƒণের লিঙ্গ নির্ধারণ অবৈধ হলেও এই ব্যবসায় চলছে রমরমিয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও রাজনীতিকদের যোগসাজসে। ফলে দেশে ছেলে ও মেয়ের লিঙ্গ অনুপাতের ফারাক ক্রমেই বেড়ে যাচ্ছে।
গত সপ্তাহে দিল্লির এক আদালত কন্যাভ্রƒণ হত্যা সংক্রান্ত এক মামলার রায়দান প্রসঙ্গে গর্ভস্থ ভ্রƒণের লিঙ্গ নির্ধারণ তথা কন্যাভ্রƒণ হত্যায় ‘জিরো-টলারেন্স’-এর কথা বলেন। জাতিসঙ্ঘের জনসংখ্যা তহবিলের রিপোর্টে দেখানো হয়েছে, ভারতে লিঙ্গ অনুপাতের ফারাক বিশ্বে সব চেয়ে বেশি। ফলে বিভিন্ন রাজ্যে মেয়ে পাচারের হার বেড়ে যাচ্ছে। 
পরিসংখ্যান বলছে, গত দুই দশকে এক কোটি ২০ লাখ কন্যা ভ্রƒণের মধ্যে এক কোটি কন্যাসন্তান তাদের প্রথম জন্মদিন দেখতে পায় না। এর অন্যতম কারণ ভারতের বিভিন্ন শহরে দিনকে দিন বেড়েই চলেছে আল্ট্রা-সাউন্ড ও সোনোগ্রাফির নামে গর্ভস্থ ভ্রƒণের লিঙ্গ নির্ধারণ কিনিক। পুলিশ প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে এর অবৈধ মোটা টাকার ব্যবসায়।

i

মন্তব্য করুন

Back to top button