সংবাদ
সোমবার থেকে পবিত্র রমজান
বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে আগামী সোমবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তবে কাল থেকে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তরাবীর নামাজ পড়া শুরু করবেন এবং রাতে সেহরী খাবেন। আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।