সংবাদ
ইসলামী আইনের পক্ষে লিবিয়ার সংসদ
আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনবেনগাজী: ইসলামী শরিয়াহ আইনের পক্ষে মত দিয়েছেন লিবিয়ার সংসদ। বুধবার দেশের সব আইনের ক্ষেত্রে পুরোপুরি ইসলামী শরিয়ার পক্ষে ভোট দেয় ‘জেনারেল ন্যাশনাল কাউন্সিল’(জিএনসি)।ভোটের পর জিএনসি এক বিবৃতিতে বলেন, ‘আইন প্রণয়নের ক্ষেত্রে তার উৎস হবে ইসলামী আইন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে এই আইন প্রয়োগ হবে।’ইসলামী আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাৎক্ষণিক ওই সিদ্ধান্ত পরিস্কার ছিল না। তবে একটি বিশেষ কমিটি পর্যালোচনার পর শরীয়াহ আইনের পক্ষে মত দেন।
RTNN 04/12/2013