সংবাদ

৪ বছরের শিশু গ্রেপ্তারে ইসরাইলের সেনা অভিযান

চার বছরের এক ফিলিস্তিনি শিশুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেম ভিত্তিক ‘ওয়াদি হিলওয়েহ’ তথ্য কেন্দ্রের বরাত দিয়ে খবর দিয়েছে ‘মিডেলইস্ট মনিটর’।জেরুজালেমে শিশুদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়ার অপরাধে ওই বালকের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। ‘ওয়াদি হিল’ তথ্য কেন্দ্র বলছে, পুরনো জেরুজালেমে মোহাম্মদ জাইন আল-মাজিদের বাড়িতে তাকে গ্রেপ্তারের জন্যে এক দফা অভিযানও চালিয়েছে ইসরাইলি সেনারা।জাইনের বাবা মোহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার দিনের শেষ ভাগে ইসরাইলের একটি বড় সেনা দল আমাদের বাড়িতে অভিযান চালায়। তারা আমার বাচ্চার নাম জানতে চায়, আমি বলি। এরপর তারা আমাকে জানায়, জাইনকে তারা গ্রেপ্তার করতে এসেছে।’তিনি আরও বলেন, ‘আমি যখন জাইনের বয়সের কথা বললাম। সেনারা তখনও নির্বিকার ছিল। তারা জাইনকে নিয়ে আসতে বলে।’জাইনের বাবা বলেন, ‘বয়সের কথা শোনার পরও যখন তারা জাইনকে গ্রেপ্তার করতে চায়, তখন আমি তাদের বলি, তাকে নিতে চাইলে সঙ্গে তার দুধ ও ন্যাপকিনসগুলো নিয়ে যেতে।’শেষ পর্যন্ত জাইনকে গ্রেপ্তার করেনি সেনারা। তবে একজন অফিসার জাইন ও বন্ধুদের সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন। কারণ ইসরাইলের নিরাপত্তারক্ষীর আহত হওয়ার ঘটনায় একজন শিশু দায়ী বলেন জানায় ওই অফিসার।অভিযান শেষে ইসরাইলি অফিসার বলেন যান, যদি এটার প্রমাণ মিলে যে, নিরাপত্তারক্ষী আহত হওয়ার ঘটনায় জাইন জড়িত, তাহলে তাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নেয়া হবে।

৩টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button