সংবাদ

মহাজাগতিক বিস্ফোরণ

নক্ষত্রেরও মৃত্যু হয়। আর তখন ঘটে গামা রশ্মির মহাবিস্ফোরণ। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) দূরবীক্ষণযন্ত্রে (টেলিস্কোপ) সেই বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে গত ২৭ এপ্রিল। বিজ্ঞানীদের মতে, আগে কখনো এত বড় ও এত উজ্জ্বল বিস্ফোরণদৃশ্য ধারণ করা হয়নি। পৃথিবী থেকে ৩৭০ কোটি আলোকবর্ষ দূরের ওই বিস্ফোরণ সম্পর্কে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাসার জ্যোতির্বস্তুবিদ্যা বিষয়ক প্রধান পল হার্টজ বলেন, মহাবিশ্বে গত ১০০ বছরে এমন মহাবিস্ফোরণ হয়েছে মাত্র একবার। মৃত্যুর আগে নক্ষত্রটি ঠিকঠাক মতোই আলো দিচ্ছিল। ক্রমে এর জ্বালানি ফুরিয়ে আসে। এরপর বিস্ফোরণ হয়। পরে সেখানে কৃষ্ণগহ্বরের সৃষ্টি হয়। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।

বিষয়টা একটু গভীরভাবে ভাবুন তো…

মন্তব্য করুন

Back to top button