সংবাদ

একমাসেই কুরআন হেফয করল জন্মান্ধ যমজ দু’ভাই

চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছরের দুই জন্মান্ধ যমজ হাসান ও হোসাইন মাত্র এক মাসে কুরআন হেফয সম্পন্ন করেছে। তারা কথা শেখার পর থেকেই পবিত্র কুরআন তেলাওয়াত কান পেতে শুনতো। পরবর্তীতে কুরআন অনুরাগী সহোদরদের নেয়া হয় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেয নযরুল ইসলামের কাছে। তিনি কুরআন পড়ে শুনিয়ে শুনিয়ে মাত্র এক মাসেই শিশু দু’টির হিফয সম্পন্ন করান। হাফেয সহোদরের কণ্ঠে তেলাওয়াত শুনে এলাকাবাসী মুগ্ধ। এরা এখন বিভিন্ন মাহফিলের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। এ ব্যাপারে হাফেয নযরুল ইসলাম বলেন, মহান আল্লাহ্র বাণী পবিত্র কুরআন। আল্লাহ্র বিশেষ রহমত ছাড়া এতো অল্প সময়ে হাফেয হওয়া সম্ভব নয়।

মন্তব্য করুন

Back to top button