সংবাদ

বদলে যাচ্ছে পবিত্র মক্কা নগরী

বদলে যাচ্ছে ইসলামের সূতিকাগার পবিত্র মক্কা নগরী। হাজিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আরো বেশি সংখ্যক লোককে হজের সুযোগ দেয়ার জন্য সৌদি সরকার শ’ শ’ কোটি ডলার খরচ করে সংস্কার করছে মক্কা নগরীর। খবর আল জাজিরা’র।

সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, সংস্কার সম্পন্ন হলে শৈল্পিক ও যোগাযোগের দিক থেকে মক্কা হবে বিশ্বের অন্যতম সেরা শহর। তবে কেউ কেউ এই সংস্কারের বিপক্ষে।

হজ করতে আসা কুসায়লা জায়ানি বলেন, ‘আমি কাবার আশেপাশে হাঁটতে এবং হজের আধ্যাত্মিক সাইটগুলো উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উঁচু ভবন এলাকাটিকে ছেয়ে ফেলেছে।’

তিনি বলেন, ‘হাজিদের জন্য আরো স্থান বাড়ানোর বিষয়টির প্রয়োজনীয়তা আছে। কিন্তু যেভাবে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হচ্ছে, তাতে আমার কাছে মনে হয়েছে সৌদি আরব ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে আগ্রহী নয়।’

তবে এ অভিযোগকে ভিত্তিহীন মন্তব্য করে মক্কার মেয়র ওসামা আল বার বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে মক্কার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচিতি সংরক্ষণে আমরা বদ্ধপরিকর।’

এদিকে, মক্কা নগরীর এই সংস্কারের কারণে এবার হাজিদের সংখ্যা কমিয়ে দিয়েছে সৌদি সরকার। হজ শুরুর দুদিন আগে শুক্রবার কাবা শরীফে ১০ লাখ হাজি জুমার নামায আদায় করেছেন।

হজের জন্য চলতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মানুষ সৌদি আরবে সমবেত হচ্ছেন। এটা গত বছরের তুলনায় অনেক কম। গত বছর হজে এসেছিলেন ৩২ লাখ মানুষ।

– RTNN

মন্তব্য করুন

Back to top button