সংবাদ

“আল্লাহ” শব্দের ব্যবহার নিয়ে মালয়েশীয় আদালতের রায়

শুধু মুসলমানরাই আল্লাহ শব্দের ব্যবহার করতে পারবে বলে রায় দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত। এখন থেকে অমুসলিমরা আল্লাহ শব্দের ব্যবহার করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। খবর রয়টার্স’র।মালয়েশিয়ার আপিল আদালত ২০০৯ সালে দেয়া নিম্ন আদালতের রায় বাতিল করে সোমবার এ রায় ঘোষণা করে।আদালত বলেছে, অমুসলিমরা আল্লাহ শব্দের ব্যবহার করলে বিভ্রান্তি সৃষ্টি হয়।মালয়েশিয়ার খৃষ্টনরা দাবি করে আসছিল যে, তারা দেশটির স্বাধীনতা লাভের আগ থেকেই আল্লাহ শব্দের ব্যবহার করে আসছে।কিন্তু মুসলমানরা অভিযোগ করেছে, আল্লাহ শব্দের ব্যবহার করে খৃষ্টনরা মুসলমানদের ধর্মান্তরিত করছে।রায়ে প্রধান বিচারপতি মোহাম্মদ আপান্দি আলী বলেছেন, ‘আল্লাহ শব্দের ব্যবহার খৃষ্টান সম্প্রদায়ের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ নয়। অমুসলিমরা আল্লাহ শব্দের ব্যবহার করলে বিভ্রান্তি সৃষ্টি হয়।’তবে রায়ে হতাশা প্রকাশ করেছে খৃষ্টানরা। আল্লাহ শব্দের ব্যবহার ২০০৯ সালে খৃষ্টানদের অনুকূলে নিম্ন আদালত রায় দেয়ার পর মালয়েশিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছিল।

RTNN 14/10/13

মন্তব্য করুন

Back to top button