রোজা পালন করছেন দিল্লির তিহার কারাগারে আটক ৪৫ হিন্দু বন্দি!
ভারতের রাজধানী নয়াদিল্লির তিহার কারাগারে আটক ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে রোজা পালন করছেন ৪৫ জন হিন্দু বন্দি।
পবিত্র রমজান শুরুর প্রথম দিন থেকেই এ সব হিন্দু কয়েদি ‘রোজা’ রাখা শুরু করেছেন এবং তারা সারা মাস ধরেই ‘রোজা’ পালন করবেন বলে এরই মধ্যে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। তিহার কারাগারের আইন কর্মকর্তা সুনীল গুপ্ত এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, কারাগারে আটক প্রায় ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে এই ৪৫ জন হিন্দু বন্দিও রোজা পালন করছেন। হিন্দু বন্দিদের এ আচরণকে সম্প্রীতি ও সৌহার্দ্যের চমৎকার উদাহরণ হিসেবে অভিহিত করেন তিনি।
ভারতের কঠোর নিরাপত্তাবেষ্টিত এ কারাগারের ধারণ ক্ষমতা ৬ হাজার হলেও বর্তমানে সেখানে সাড়ে তিন হাজার মুসলমান বন্দিসহ ১৩ হাজার কয়েদি রয়েছে।
সুনীল গুপ্ত আরো জানান, সেহরি ও ইফতারের আয়োজন করাসহ রোজ পালনরত বন্দিরা যাতে কোনো অসুবিধার মুখে না পড়েন কারা কর্তৃপক্ষ তার পুরো ব্যবস্থা করেছে।
নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১৫জুলাই ২০১৩/০৯.২৫/মেহা