সংবাদ

৮ মাসে ২৬০৫১ জনের ইসলাম গ্রহণ!

আপনারা জেনে আনন্দিত হবেন যে, সউদী আরবের পূর্বাঞ্চলের তেল, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ সমৃদ্ধ জুবাইল শহরে অবস্থিত জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টারের দাওয়াতি কার্যক্রমে আল্লাহর রহমতে গত মুহররম 1434 থেকে চলতি রমাযান 1434 এর
আগ পর্যন্ত ৮ মাসে ২৬০৫১ জন পুরুষ ও নারী ইসলাম গ্রহণ করেছেন। আল হামদুলিল্লাহ।
ইসলাম গ্রহণকারীগণ যে সব দেশের নাগরিক সেগুলো হল, বাংলাদেশ, ভারত, নেপাল, চিন, ফিলিপাইন, কেনিয়া, ইউনাইটেড কিংডম এবং আমেরিকা । তাঁরা অধিকাংশই খৃষ্টান ধর্মের অনুসারী ছিলেন। বেশ কিছু লোক ছিলেন হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী।
উল্লেখ্য যে, গত বছর অত্র দাওয়াহ সেন্টারে এক বছরে ইসলাম গ্রহণের পরিমাণ ছিল ১২৫০ জন।
মহান আল্লাহ যেন আমাদেরকে এবং নবাগত মুসলিম ভাই ও বোনদেরকে মৃত্যু অবধি ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমীন।

Abdullahil Hadi

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button