পবিত্রতা
রোযা অবস্থায় টুথপেস্ট ব্যবহার
ডা. জাকির নায়েক
অধিকাংশ আলেমের মতে, টুথপেস্ট ব্যবহার করা জায়েয। শায়খ ইবনু আব্বাস বলেন, টুথব্রাশের সাথে টুথপেস্ট ব্যবহার করা যেভাবে মিসওয়াকের সাথে ব্যবহার করা হয় তেমনি ব্রাশের সাথেও ব্যবহার করা যাবে। রসূল (সা) মিসওয়াক ব্যবহার করা নাজায়েয বলেননি। মিসওয়াক ব্যবহারে রোযা ভঙ্গ হয় না। কিন্তু সতর্ক থাকতে হবে যেন এর কোনো অংশ গিলে ফেলা না হয়। টুথপেস্টের কোনো অংশ গিলে ফেলা নাজায়েয। সতর্কতার সাথে টুথপেস্ট ব্যবহার করতে হবে। অনেক আলেম এর তীব্র স্বাদ ও ঝাঁঝালো গন্ধের কারণে এটা ব্যবহার করা মাকরূহ বলেছেন। টুথপেস্টের কোনো অংশ গিলে না ফেললে তাতে রোযা ভঙ্গ হয় না।