সংবাদ

মক্কায় প্রতিদিন হাজার হাজার রোজাদারকে ইফতার করানো হয়

প্রতি বছরের ন্যায় এবার সৌদি আরবে প্রথম ১৫ রোজায় পবিত্র মক্কা নগরীতে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১১ হাজার রোজাদার ব্যক্তিকে বিনামূল্যে ইফতার ও রান্না করা খাবার পরিবেশন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন।

এ হিসাবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষকে ইফতার খাইয়েছে এ সংগঠনটি। খবর আরব নিউজের

পবিত্র নগরীতে বসবাস করা শিক্ষার্থী, বিদেশি কর্মী এবং অভাবগ্রস্তদের মধ্যে এ খাবার সরবরাহ করা হচ্ছে।

সংস্থাটির পরিচালক আহমেদ আল-মাতরাফি জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা মক্কা নগরীর ২৫টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ইফতার ও রান্না করা গরম খাবার।

মূলত পরিবার-পরিজনকে ছেড়ে যেসব মানুষ পবিত্র মক্কায় একা বসবাস করেন, তাদের সেবা দিতেই এ উদ্যোগ বলে জানান সংস্থাটির পরিচালক।

এ জন্য তাদের ৪৭টি গাড়ি প্রতিদিন এ সেবায় নিয়োজিত। এসব গাড়িতে আছে খাবার গরম করার ওভেন এবং পানি ও জুস ঠাণ্ডা রাখার জন্য ফ্রিজ।

প্রতিদিন ইফতারির আগে এসব গাড়িতে করে স্বেচ্ছসেবীরা বাড়ি বাড়ি গিয়ে পানি, জুস, খেজুর ও সৌদি আরবের ঐতিহ্যবাহী রান্না করা খাবার দিয়ে আসছে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button