সংবাদ

শারজায় বিশ্বের সর্ববৃহৎ কুরআন একাডেমীর উদ্বোধন

বিশ্বের সবচেয়ে বড় কুরআন একাডেমীর উদ্বোধন করছেন আরব আমিরাতের শারজার শাসক শেখ সুলতান বিন মুহাম্মাদ। ৭৫ হাযার স্কয়ার মিটার বিস্তৃত একাডেমীটি ইসলামী ঐতিহ্যের ৮ কোনা তারকা আকৃতির। এতে ৩৪টি গম্বুজ রয়েছে। একাডেমীটিতে সাতটি বৈজ্ঞানিক ও ঐতিহাসিক জাদুঘর রয়েছে। ১৫টি সেকশনে কুরআনের ৬০টি পান্ডুলিপির প্রদর্শনী করা হচ্ছে সেখানে। একেক সেকশনে একেক শতকের পান্ডুলিপি। এখানে মোট ৩০৮ কপি প্রত্নতাত্ত্বিক কুরআন প্রদর্শন করা হচ্ছে।

এছাড়া আছে কা‘বা শরীফে ব্যবহৃত ২৮টি কালো গেলাফ। সবচেয়ে পুরনো গেলাফটি ৯৭০ হিজরী সনের। বৃহত্তম এই কুরআন একাডেমীটি কেবল জাদুঘর নয়, এতে অন্যান্য কার্যক্রম ও প্রোগ্রাম পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে। মানুষ সেখানে গিয়ে অনেক কিছু শিখতে পারবে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button